তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজটি শিকারীপাড়ার মাঝ পয়েন্টে অবস্থিত। এই কলেজেটি কৃতিরতের সাথে সুনাম অর্জন করেছে। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলরার শিকারীপাড়া উত্তর অঞ্চলের এই তোফাজ্জল হোসেন কলেজটি অবস্থিত। এই কলেজটির প্রতিষ্ঠাতা জনাব তোজাম্মল হোসেন বাবর মিয়া। পাশেল হার প্রতি বছর ৮০% । এই তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজটিতে বর্তমানে অনার্স ভবন নির্মান করা হয়। যে কারনে এখন আর দুরে গিয়ে অনার্স এর জন্য ভর্তি হতে হয় না। এখন দাউদপর, শিকারীপাড়া, বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দুরে গিয়ে পাড়ালেখা করতে হয় না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস