Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস
Details

পরিবারপরিকল্পনা ও মা-শিশু স্বাস্থ্য সেবা প্রদানের জনসংখ্যা সীমিত রাখা, মা ওশিশু স্বাস্থ্য এর উন্নয়ন করা এবং মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যু হার রোধ করা। শিকারীপাড়া ইউনিয়নের হাগ্রাদী (৫নং ওয়ার্ডে) অফিসটি অবস্থিত।

শিকারীপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস 

পরিবার পরিকল্পনা ইউনিট

শিকারীপাড়া, নবাবগঞ্জ, ঢাকা –১৩২২

Image
label.column.field_office_cism

কি সেবা কিভাবে পাবেন

অস্থায়ী পদ্ধতিঃ¨খাবার বড়ি ¨কনডম ¨ইনজেকশন (FWA)মাঠকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সরবরাহ করে থাকে।

ইমপস্নানন, আই ইউডি ও স্থায়ী পদ্ধতি সমূহ (পুরম্নষ ও মহিলাদের)ঃথানাপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যালয়ের হেড কোয়াটার ক্লিনিক এবং স্বাস্থ্য ওপরিবার কল্যাণ কেন্দ্রে এবং অস্থায়ী ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।

মা ও শিশু স্বাস্থ্য সেবাসমূহঃ

গর্ভবর্তী ও গর্ভত্তোর সেবাঃস্যাটেলাইটক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থানা সমূহের হেড কোয়াটারক্লিনিক, জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহীতারা উপস্থিতহয়ে (বিনামূল্যে) সেবা গ্রহণ করতে হয়।

প্রসূতি সেবাঃমানউন্নীত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং জেলা পর্যায়ে মা ও শিশুকল্যাণ কেন্দ্রে সেবা প্রদান করা হয় (বিনামূল্যে)। সিজারিয়ান অপারেশনেরমাধ্যমে প্রসূতি মায়েদের সেবা (বিনামূল্যে) মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবাপ্রদান করা হয়।     

প্রজনন স্বাস্থ্য ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবাঃ

মা ও শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলাপরিবার পরিকল্পনা কার্যালয়ে হেড কোয়াটার ক্লিনিকে, ইউনিয়ন স্বাস্থ্য ওপরিবার কল্যাণ কেন্দ্রে, স্যাটেলাইট ক্লিনিকে এবং পরিবার কল্যাণ সহকারীদেরমাধ্যমে এ সেবা প্রদান করা হয়।

উদ্বুদ্ধকরণ কার্যক্রমঃ

বিভিন্ন দিবস ও সেবা সপ্তাহের মাধ্যমেএবং ইউনিয়নের  পরিবার পরিকল্পনা অফিসের অডিও ভিজুয়াল ইউনিট/ভ্যান দ্বারামিঠাপুকুর উপজেলা ও বিভিন্ন প্রত্যমত্ম অঞ্চলে উদ্বুদ্ধকরণ চলচ্চিত্রপ্রদর্শনীর মাধ্যমে পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্বসেবা বিষয়ে জনসাধারণকেউদ্বুদ্ধ করা হয়। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পরিবার কল্যাণ সহকারীএবং পরিবার পরিকল্পনা পরিদর্শকের মাধ্যমে উঠান বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধকরণকার্যক্রম সম্পাদন করা হয়।

Citizen Charter

সিটিজেন চার্টার

সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

     ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমেরআওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়

এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমেরআওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কার্যক্রমপরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

   চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

     নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন

       কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকেক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

          টানানো আছে।

label.column.field_projects

গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ

খাদ্য, পুষ্টি ও জনসংখ্যা উন্নয়ন কর্মসূচী প্রকল্পের মাধ্যমে পরিবার পরিকল্পনা স্হায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বাস্তবায়ন করা হয়।

Address

যোগাযোগ করুন এই ঠিকানায়ঃ

হাগ্রাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস

হাগ্রাদী, শিকারী পাড়া, নবাবগঞ্জ, ঢাকা -১৩২২